আবারও বলছি -
আমাদের বাধ্য করিস না।
৭১ সালে তোরা বাধ্য করেছিলি।
আমাদের লড়তে হয়েছে তোদের অর্পিত যুদ্ধ।
তোদের হাতে ছিল - অটোমেটিক-সেমিআটোমেটিক উইপন।
তোদের হাতে ছিলো - অসংখ্য অস্ত্র, টাকা, সরকার।
তোদের দখলে ছিল -ধর্ম, টুপি, দাড়ি (শুধু ইমান ছিল না)।
আমাদের পূর্বপুরুষরা দাঁড়িয়েছিলো প্রায় খালি হতে।
তাদের সম্পদ ছিল - দেশের মানুষের জন্য ভালবাসা,
সৃষ্টিকর্তার প্রতি অবিচল ইমান।
এত আস্ফালনের পরে কি হয়েছিলো?
পরাজয়ের পরে - আমাদের হাতে আত্মসমর্পণের সাহসটুকু ছিলোনা।
ভারতের জেনারেলদের হাত পা ধরেছিলি,
তোদের আত্মসমর্পণ কবুল করে জানে বাঁচানোর জন্য।
আবার মনে করিয়ে দেই -
আমাদের শরীরে সেই বীরের রক্ত।
সেই বীরেরা আমাদের জন্য শুধুমাত্র -
সত্য ধর্ম, শাস্ত্র, সঙ্গীত, মানবিকতাই রেখে যায়নি;
রেখে গেছেন - সাহস, সময়মত রুখে দাঁড়াবার শক্তি।
সুশীল হয়ে সব কিছু ভুলি নাই।
১২ বছর কি বোর্ড নিয়ে খেলছি বলে সব শেষ হয়ে যায়নি।
এখনও ১২ বোরের ফায়ার-আর্মসের রিকয়েল -
আমার সন্তানকে কোলে নিয়ে দোলানোর মতই।
আজও রিলোড করতে ৩ সেকেন্ডের বেশি লাগে না।
কিচ্ছু ভূলিনাই।
আবারও বলছি -
আমাদের বাধ্য করিস না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




