একাকিত্বের সাথে ভালবাসা আমার,
হাহাকার আর নিরাশার সাথে আমার বসবাস,
সোফাসেটে বসে নিরন্তর চেয়ে থাকি জানালা দিয়ে,
আধার থেকে আলো..আর আলো থেকে আধার।
আমার চেয়ে থাকার সময় ফুরায় না,
ঘড়ির কাটা শুধু বয়ে চলে এক ঘর থেকে আরেক ঘর,
খবরের পাতার শিরোনাম বদলে যায়,
ভাল থেকে খারাপ কিংবা খারাপ থেকে ভাল,
শুধু আমি থেকে যাই অপরিবর্তিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




