বাবাজি মনমোহন,
আশা করি সহিসালামতে আছ।সোনিয়া মা কেমন আছে?আশা করি প্রণব বাবাজিসহ তোমার আর সব মন্ত্রি বাবাজিরা ভাল আছে।
বাবারে,যেই জন্যে তোমাকে এই চিঠি লেখা...এত বড় দেশের প্রধাণমন্ত্রী তুমি তা আমাদের দেশটারে কিছু কিছু ব্যাপারে ছাড় দিলে হয়না?ইন্দিরা মা সেই যে পরিক্ষামুলক ভাবে বলে ফারাক্কা বাঁধ বানায় দিয়ে গেল আর সরিয়ে নিল না।বাবারে,আমরা যে পানি বিনা শুকিয়ে মরে গেলাম।সেদিন আমার এক নাতি হুরমত মিয়া...তোমার দেশের মানচিত্র এনে দেখাল...কত্ত বড় দেশ তোমার...যে আমার কেনি আঙ্গুল বাংলাদেশের উপরে ধরলে তারে আর দেখা যায় না...দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।বাবারে,এই একফোটা দেশের পানি চুষে না খেলে হয়না?আজকাল আরও গুজব শুন্তেছি তোমরা নাকি টি পাই না কি এক বাঁধ দিতেছো...বাবারে পানি ছাড়া আমরা কেমনে বাঁচব?বাবা মনমোহন, নদী মাতৃক দেশের আমরা এখন সেচের পানি কিনে জমিতে দেই...মাঝে মাঝে তাও পাই না।আরও নদীতে বাঁধ দিলে আমরা বাঁচব কি করে? বাবারে আমাদের নদীতে এখন আর মাছ পাওয়া যায়না; ভুমি দস্যু আর তোমাদের অসীম ভুমি আর পানি তৃষ্ণার কারনে নদীগুলা মরে ধু ধু চর পরে গেছে।
বাবারে,সারা বিশ্বে তোমার দেশের কত নাম ডাক।তোমার দেশের রুপি এখন বিশ্বের সেরা চারটা মুদ্রার তালিকায়।তা বাবাজি,আমাদের ব্যাবসা বানিজ্যে একটু ছাড় দিলে হয়না?হাসিনা মা এর কল্যাণে তুমি ৭০০ কোটি টাকা লোন দিলে শুনে কত খুশি হলাম...কিন্তু বাবাজি,পরে শুনি সেই টাকা তোমার দেশের পেছনেই ব্যয় করতে হবে।সব কিছু তোমার দেশ থেকে কিনে এনে খরচ করতে হবে।লোন দিলা...সুদে মুলে নিবা তো তা কেন তোমার ইচ্ছাতেই খরচ করতে হবে?বাবাজি,তোমার দেশের মশার কয়েল থেকে শুরু করে বড় বড় গাড়ি সব ই আমাদের দেশে পাওয়া যায় কিন্তু যখন দেখি আমার দেশের লুকাছ ব্যাটারিরে তোমার লোকেরা এন্টি ডাম্পিং আইনের প্যাচে ফেলে হেনস্তা করে তখন খুব খারাপ লাগে।বাবারে,তোমার দেশের সরকারি কর্মচারিরা আমাদের দেশ থেকে মালামাল যাওয়ার সময় কখনও দ্বায়িত্তে অবহেলা করেনা তারপরও আমাদের সাথে কেন এই আচরন করো?
বাবারে,আমার ছোট নাতনী ফুলি...জন্মের পর প্রথম কথা শিখল তোমার দেশের ভাষা দিয়ে...আমরা তো তাজ্জব বনে গেলাম।আসলে ফুলির মা ফুলি পেটে থাকতে প্রায়ই পাশের বাড়ি যেত আর ঐ যে "কাহানি ঘার ঘার কি..."না কি জানি সব তোমার দেশের সির্যাল দেখে আসত।বাবারে আমার দেশের ছেলে মেয়েরা দেশের সংকৃতি ভুলে গেল তোমার দেশের শাহ্ রুখ,সালমান,রানি,মাধুরী আর কি কি সব নায়ক নায়িকা দেখে...এটা বড় ভাল কথা না বাবা।কিন্তু বাবাজি,তোমার দেশে নাকি আমার দেশের চ্যানেল আই,একুশে বা কোন চ্যানেল ই দেখতে দেওয়া হয়না?শুনে একি সাথে অবাক হলাম আর কষ্টও পেলাম।বাবাজি ,সেদিন দেখলাম তোমার দেশের সালমান খান আমাদের দেশে আসছে...ষ্টেডিয়ামে দাঁড়ায় হাত নাড়তেছে...আর দূর থেকে যেন অনেক চেনা সালমান কেন তার ডাকে সাড়া দিচ্ছে না এমন ভাবে আমার দেশের এক মেয়ে হু হু করে কাঁদতেছে...।তাহলে বাবা আমার দেশের চ্যানেল কেন তোমার দেশে দেখতে দাওনা?আমাদের দেশেও যে শাকিব খান,শাবনুর,পুর্নিমার মত সুদর্শন নায়ক নায়িকা আছে তা কি তোমার দেশের ছেলে মেয়েরা জানে?
বাবারে, আমার দেশের সাকিব,তামিম,আশরাফুল,মাশরাফি বাবাজি রা এখন খুব ভাল ক্রিকেট খেলে।পত্রিকায় পড়লাম সাকিব বাবাজি নাকি ২০০৯ সালে আর তামিম বাবাজি ২০১০ সালে উইজডেন নামক কিসে জানি বিশ্বের সেরা ক্রিকেটার হয়েছে।আমাদের দেশে এক সময় আকরাম খান,বুলবুল,নান্নু,লিপু,পাইলট,হাবিবুল বাশার,এনামুল হক মনি,আতাহার ভাল ক্রিকেট খেলত যাদের হাত ধরে আমরা বিশ্ব ক্রিকেটে প্রবেশ করেছি।আমাদের এখন দশটা দেশ চিনে।বাবাজি,তোমার দেশের একজন ক্রিকেটার সারা বছর খেলে যা কামাই করে তা আমার দেশের ছেলেদের দিতে পারিনা...।তোমাদের ধোনি বিজ্ঞাপন থেকে যা পায় তা আমরা এখন পর্যন্ত কল্পনা করতে পারিনা।তা বাবা,এত টাকার মালিক বিসিসিআই সামান্য কয়টা টাকার জন্যে আমাদের ছেলেদের কেন আমন্ত্রন জানায় না?আমাদের বিসিবি কত ভাল...তারা সময় আর ফিক্সচার অনুযায়ি ঠিকই ডাক দেয়।বাবারে,তোমার দেশের নিম্বাজ না কি জানি এক স্পোর্টস চ্যানেলের সাথে বিসিবির চুক্তি হয়েছে অথচ সাত বছর পরে জানলাম আমরা নাকি টাকার সামান্য কিছু পাইছি...তারা নাকি খালি তালবাহানা করে।বাবাজি একটু খেয়াল করে দেখবা ব্যাপারটা?
বাবারে,তোমার দেশের সীমান্তরক্ষীদের মাঝেমাঝে পাখি শিকারে পাঠাবা...ওরা(বিএসএফ) প্রায়ই আমাদের দেশের লোকজনরে পাখির মত গুলি করে মারে।বাবাজি আমার ছিয়াশি বছরের জিবনে একমাত্র জবাই করা গরু ছাগল আর কারেন্টের তারের সাথে চাম বাদুর ঝুলতে দেখছি...কিন্তু একটা মানুষ?তোমার দেশের বিএসএফ এটা কি করল?আমাদের দেশের পুচকে একটা মেয়ে "ফেলানি"রে অত্যাচার করে,গুলি করে মেরে কাটাতারের বেড়ার সাথে ঝুলায় রাখল।আমাদের দিপু মা অনেক দেরিতে বুঝলেন আর তার চাইতে দেরিতে বুঝলা তোমরা।বাবারে...আমাদের দেশের জাফ্লং গেছিলাম বেড়াইতে...তা তোমার দেশের সীমান্তের কাছাকাছি আসতেই আমাদের বিজিবি আমাকে হাত ধরে টেনে এনে বল্লেন তোমরা নাকি আর একটু হলেই গুলি করতা।বাবারে,আমাদের দেশের বিজিবির সাথে তোমাদের "পাকিস্তানীদের" মত গ্যাঞ্জাম লেগে থাকে না...তাও বিএসএফ প্রায়ই আমাদের দেশ থেকে এরে ওরে ধরে নিয়ে যায়,গুলি করে মারে।কেন রে বাবা?তোমরা ওদের মধ্যে মনুষ্বত্যের শিক্ষা দাওনি?
বাবারে,তোমার দেশের লোকসংখ্যা ১০০ কোটির উপরে আর তাতে কালে কালে অনেক বিজ্ঞানী জন্মাইছেন।আর তারা প্রায় প্রায় তোমাদের নানা গর্বে গর্বিত করেছেন।কিন্তু বাবারে,নামের শেষে সেন,ঠাকুর অথবা রাই ইত্যাদি হিন্দু পদবি থাকলেই কি তারা ইন্ডিয়ান হয়ে যায়? আমার দেশের চট্রগ্রামের ছেলে ডঃ শুভ রয় যিনি কিনা "আর্টিফিসিয়াল কিডনি"আবিস্কার করেছেন আর তোমার দেশের লোকজন,মিডিয়া বলে বেড়াচ্ছে শুভ রয় নাকি ইন্ডিয়ান।শুভ রয় নিজেই শুনে অবাক হয়ে বলেছেন উনি চট্রগ্রামের ছেলে...আমাদের ছেলে...বাংলাদেশের পাসপোর্টধারী...আমাদের গর্ব...বাংলাদেশের গর্ব।কিন্তু বাবারে গুগলে সার্চ দিলে কেন নির্ল্গজ্জের মত দেখায় ইন্ডিয়ান অরিজিন শুভ রয়?তোমরা আমাদের ছোট করতে যেয়ে নিজেরাই ছোট হয়ে যাচ্ছনা?
বাবারে,প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম বাঁধিয়ে রাখতে নেই তাতে নিজের ঘরে সুখ থাকেনা।আমরা তোমাদের সাথে এতই ভাল সম্পর্ক রেখেছি যে তোমরা আমাদের পানি চুষে খেয়ে নিচ্ছ,সীমান্তে লোক গুলি করে মেরে ফেলছ,নদীতে বাঁধ দিয়ে পানি সরিয়ে নিচ্ছ,লোন দিয়ে সুদও নিচ্ছ আবার সেই টাকা নিজেদের ইচ্ছামত খরচ করাচ্ছো।বাবারে,অন্যায় মানুষ অনেক দিন সজ্য করে না...তার প্রতিবাদ একদিন ভয়ংকর হয়ে ওঠে যখন ভাল সম্পর্কের দাবি কেউ মানেনা।তোমরা আমাদের দেশ স্বাধীণ করার সময় সাহায্য করেছো কিন্তু তার মানে এইনা যে ন্যাশনাল জিওগ্রাফিক্সের "মিশন আর্মি" নামক প্রোগামে নির্লজ্জের মত বলবা পাকিস্তানীদের সাথে যুদ্ধ করে তোমরা বাংলাদেশ নামক একটা দেশের জন্ম দিয়েছো।এতে তো্মরাই ছোট হয়ে গেলা।
বাবারে,বয়স হয়েছে আমার...যেকোন দিন আল্লাহ্ পাক আমাকে তুলে নিতে পারেন।আমার জন্যে দোয়া করো...আর আমি এই লেখা না লিখলেও একদিন না একদিন আমাদের দেশের কেউতো লিখতোই।
ইতি...
তোমার গেদু চাচা,
০৭-০৪-২০১১ ইং।
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং কে লেখা গেদু চাচার খোলা চিঠি।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




