সময়ের কাটা বয়ে চলা স্রোতের নদীর মত
নেই কোনো অপেক্ষা, নেই কোনো ব্যর্থতা
জীবনের সব গ্লানিগুলো ভাসিয়ে দিতে
চাই নদীর স্রোতে।
ভেসে যাক সব দুঃখ, সব আশাহীনতা
চাইছি তোমার কাছে এইতো আমি
নতুন জীবনের প্রেরণা, নতুন আশার প্লাবনা
তুমি থাকবে আমার পাশে প্রতিশ্রুতি দিয়ে
রাঙিয়ে দাও আমার ভালোবাসা
যে ভালোবাসায় গড়তে চাই নতুন জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




