আজ ছবি ব্লগের শেষ লগ্নে..
ফলের ঋতুর এই মধুমাসে ফল নিয়ে ছবি ব্লগ হবেনা তা কি হয় !! তাই ফলের মেলায় আমন্ত্রন :-
ছবি ১ : আম
কাঁচা আম টকে ভরা দাওয়াত দিবো পাকলে

ছবি ২ : কামরাঙা
এই কামরাঙা গাছ, নীল-রঙা ফুল, সবই ভুল সবই ভুল.।

ছবি ৩ : ডালিম
ডালিম দেখেছো কি? পিছলানো লাল? সবুজ পাতার ফাঁকে থিতু হয়ে চেয়ে থাকি !!

ছবি ৪ : জামরুল
গাছের ডালে লালচে সবুজ জামরুল সারি সারি

ছবি ৫ : কদবেল
গাছে পাকা কদ বেল

ছবি ৬ : তরমুজ কুঁড়ি
ভিতরে লাল, বাইরে সবুজ

ছবি ৭ :আঙ্গুর
আঙুর ফল টক

ছবি ৮ : চুকাই ফল
ফলটি টক স্বাদযুক্ত; রঙ গাঢ় লাল।

ছবি ৯ : পেয়ারা
বয়সকালে লালটু যে ছিলো চরম বেয়াড়া
পরের গাছে উঠে-হরদম খেতো বরই-পেয়ারা

ছবি ১০ : পাকিস্থানি কমলা
কমলা রঙ এর সাজের বেলা, কমলা নিয়ে করি খেলা

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




