ব্রাজিল কাল দারুন কঠিন গেম খেলে জিতসে যার স্কোর লাইন ২-১ । আর্জেন্টিনা থিকা ১টা গোল বেশী দিসে আবার ১ টা বেশি খাইছে ও ।
আর্জেন্টিনার ব্যর্থতা হলো শালারা কেন একটা গোল ও খেলো না।
ফেবিয়ানো কে রেফারি তিন তিনবার ওর্য়ানিং দিছে কিন্তুক কার্ড দেখায় নাই ।
ম্যাচের এক মাত্র কার্ডটা অবশ্য কুরিয়াকে টপকাইয়া ব্রাজিল নিয়ে গেছে ।
আমরা মুগ্ধ ।আমরা অবাক হয়ে থাকিয়ে রই . . ( কারন বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে অর্ধেক ফুটবল বুঝে, বাকিরা আর্জেন্টিনা )
দেশে ভাল ফুটবলার না থাকলে ও ফুটবল বুজে এমন লোকদের নিয়া আমরা গর্বিত ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




