কবি হতে আসিনি সখি,প্রেমিক হতে এসেছি
তোমার ভাবনা গুলো আমায় করেছে কবি।।
তোমার মাঝে মিশে থাকা আবেগ গুলো লিখি
ডায়রীর পাতায় বিভোর হয়ে তোমার ছবি আকিঁ।
ছন্দ হয়ে ঝড়ে পরে তোমার রুপের আভা
সুখ হয়ে সুভাস করে তোমার গুনের সুভা
প্রেম দিয়ে ভরিয়ে দেয় আমার অবুঝ মন
তোমার মত প্রেম পিয়াসী আমার প্রয়োজন।
আমার কলম থেমে গেলে তুমি দাও শক্তি
সুখ দুঃখ ভুলে যায় মেলে প্রেম মুক্তি।।
হাজার বাধা রোধ করি তোমার প্ররণায়
দুঃখ গুলো ভুলে যায় তোমার ভাবনায়।।
স্বর্গ তুমি, সুখ তুমি, প্রেমের পিয়াসী
কোটি জনম বাচতে চায়,পাশে রেখে প্রেয়সী
সুখ দুঃখ খুঁজিনা আমি তোমায় শুধু বুঝি
তোমার মুখে শুনতে পেলাম তাইত সুখি আমি।
প্রেম দিতে এসেছিলাম হয়ে গেলাম কবি
রাত জেগে তোমায় ভাবি আকিঁ সুখের স্মৃতি
তোমার প্রেমে মুগ্ধ হয়েই ডায়রীর পাতা ভরি
দিন শেষে তা কবিতা হয় তোমার পরশ লাগি।

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



