আর হঁ্যা, সবাইকেই দেরীতে জন্মদিনের শুভেচ্ছা জানানোটা আমার এ বছরের একটা রেওয়াজে-ই যেন পরিণত হয়ে গেল। কালপুরুষদাকে, রাগ-ইমনকে কবিতার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলাম- তাদের জন্মদিনের সাতদিন পরে ...। আর আপনাকে....একদিন পর শুভেচ্ছা জানাচ্ছি একটি ভিন্নধমর্ী এনিমেশনের মাধ্যমে।...
আমার দৃঢ় বিশ্বাস, এনিমেশনটি আপনার ভাল লাগবে।
( পুনশ্চঃ লেখাটি একেবারেই সাদামাটা ভাবে লিখলাম। হয়তো আমাদের অন্তরের অন্তঃস্থলের আন্তরিকতাপূর্ণ কথাগুলো এরকম সাদামাটা-ই হয় ! )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

