সুনীল সমুদ্র
তোমরা কি অপেক্ষায় থাকো?
যে স্বপ্ন নিয়ে একাত্তরে
বেয়নেট বিদ্ধ হয়ে ঘুমিয়েছো পঁয়ত্রিশ বছর-
এখনো কি লালন করো, যত্নে , গভীরেই-
এখনো কি সেই স্বপ্নের পবিত্র আলোক ছটা
ওপারের অদৃশ্য আলোক থেকে
ছুঁড়ে দিতে চাও-
আমাদের অন্ধকার- নিদারুণ ব্যর্থ,
স্বার্থলোলুপ- বেদনার নদী পারে?
দেখো- আমাদের একটি ফুলকে বাঁচানোর সংগ্রাম
দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে- অতঃপর
কতোটা সীমাহীন- অমসৃণ হয়ে গেলো !...
দেখো-এখনো কি আশ্চর্য্য লোভ আর স্বার্থের সংঘাতে
আমাদের সকল সম্ভাবনার বর্ধিষ্ণু যতো গোলাপ-
প্রতিদিন কেবলই বিবর্ণ, কালচে হয়ে পড়ে।.....
তোমরা কি সত্যিই অপেক্ষায় থাকো ?
খুব কি অবাক হয়ে ভাবো-
একটি সুন্দর সকালের প্রত্যাশায়- আর কতোবার
প্রতিটি 16 ই ডিসেম্বরে-এসে দাঁড়াবে আমাদের
নতমুখ-লজ্জিত দরোজায়?
আসলে অপেক্ষায় আমরাও থাকি-
অপেক্ষায় থাকে গণতন্ত্রী বিশ্বের উন্মুখ শত কোটি চোখ-
একটি ফুলকে বাঁচানোর সংগ্রাম
তবুও কেবলই - দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায় -
কিছু আগ্রাসী অন্ধ বিবেক, আয়েশে ঘুমন্ত থাকে-
নিজের আখের গুছিয়ে, সুনসান, নিরিবিলি।
.......................................................
রচনা ঃ 16 ই ডিসেম্বর, 2006
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



