ছারপোকা কি জিনিস!!! জানা ছিল না দু মাস আগ পরযনতো। এই নতুন বাসাটার সবই ভালো শুধু এই জালিমের দল ছাড়া। রাতে ঘুম হয় না, সকালে মনে হয় শরীরে আধাকেজি রকত কম, আর সারাদিন অসমভব সব জায়গায় চুলকানি। এই পিচচি পোকাগুলা আমাদের সবা্ইরা পুরা দউড়ের উপর রাখছে।
কাউনসিল এ কল দিয়ে জানা গেলো পোকা মারার বিশাল লাইন লাগছে, কি আর করা পেসট কনটরোলার না আসা পরযনতো আমরা পোকার খাদদো। বাধয হয়ে করলাম কিছুদিন রকতদান।অবশেষে সেই শুভদিন আসলো, সকালে ঘুম থেকে উঠে দেখি যিনি বাসাভাড়া নিয়েছেন তিনি কাউনসিল থেকে আসা এক গোরার সাথে কথা বলছেন। গোরার বকতববো হল তিনি যেহেতু বাড়ির মালিক না তো তিনি ফি দিতে পারবেন না আর পোকা মারার ওনুমতি্ও তিনি দিতে পারেন না। ওই ভাই তো হতভমবো, পোকারা আমারে কামড়ায়া শেষ করে ফেলল আর আমি ওদের মারতেও পারবোনা। গোরা তো কিছুই বুঝে না। সে পোকা মারা তো দুরের কথা পোকার গায়ে টোকা দিতেও রাজি না ,সে নিয়ম দেখায়। মহা সমমসা, এখন মালিককে তিনি কই পাবেন আর এই লোক চলে গেলে আবার আরও মাসখানেক পরে ডেট পরবে ততদিনে আমরা খোরমা হয়ে যাব।
যাই হোক সব সমসসারই সমাধান আছে, এটারও ছিল। সামানয কিছু দরশনির বিনিময়ে সব আইনী বালা-মুসিবত দুর হয়ে গেল,গোরা off the record এ ছারপোকা মেরে গেল। কিনতু council এর কাগজে আমরা এখনও পোকাকবলিত!!!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



