
শুধু যদি বলতাম,
সব ঠিক আছে
তবে কি জানতে তুমি,
নিস্তব্ধতা আড়ালে কতটা ভাংগন থাকে?
আমরা কি খুব বেশি কিছু চেয়েছিলাম ?
না কি সময়ের ফাঁকে শুধু
কিছু হাত ধরার মুহূর্ত খুঁজেছিলাম
যেখানে হাওয়াতে ভেসে থাকত কিছু ক্ষন।
এখন,
প্রভাত বেলায় যে আলো পড়ে,
সে আর কারও নয়
নিজের মধ্যেই একটু একটু করে
অন্ধকার হ'য়ে যাওয়া এক আশ্বাস।
আবার,
তুমি যদি এসে বলো, চলো।
তবে কি পারব
এই স্থবিরতার শীতকে ভেঙে
আরও একবার হাঁটতে
একসাথে না হোক,
একই রাস্তায়?
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৫ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




