
আজ আমি কোথাও যাবো না।
এই ছায়াতলে কাটিয়ে দেব বেলা,
ঝরা পাতার নীরব মায়ায়।
দূরে বুনো পাখি ডাকে
সূর্য ঝিমোবে ধানক্ষেতের ছায়ায়,
তপ্ত ঘাসের আড়ালে।
শিউলির গন্ধমাখা হাওয়ায়
ডুবে যাবে উদাস আকাশ।
আজ আমি কোথাও যাবো না।
সন্ধ্যা নেমে আসুক সবুজ গায়ে,
দূর মাঠে জোনাক নামুক,
স্মৃতিরা ভিড় করুক নীরব ছায়ায়।
আমি আর কোথাও যাবো না।
এই খানেই দুব্বাঘাস হবো,
শরীর ফুঁড়ে গজাবে নতুন বৃক্ষ
নতুনের শুভ সূচনায়।
তবুও রয়ে যাবে ঘাসের গন্ধ,
চাঁদের নিঃসঙ্গ জ্যোৎস্না,
বাতাসের গুঞ্জন।
আমি আর কোথাও যাবো না,
এই ছায়াতলেই কাটিয়ে দেব
শেষ কটা দিনের খেলা।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


