তুমি আমার পদ্য লেখার খাতা হলে
গত রাতের তাস খেলাটা জমতো ভাল,
খস্খসে ওই কাগজে আর লিখব কত...
তোমার সাথেই চুকিয়ে নিতাম হিসাব গুলো।
তুমি আমার পাগলা পানির পাত্র হলে
কামার পাড়ার মনু মিঞাঁ মরত ডুবে,
তোমার বুকের পেঁয়ালাতে ঠোঁট লাগিয়ে...
এক চুমুকেই মাতাল হোতাম ভর দুপুরে।
তুমি আমার পর না হয়ে আপন হলে
তোমায় নিয়ে দু' নম্বুরী ''শুকনো'' খেতাম,
যখন-তখন তাল হারিয়ে রাত্রিবেলা...
খুলনা থেকে নাটোর হয়ে স্বর্গে যেতাম।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




