
হলুদ ফুলের মাঠে পড়ে আছে
বেওয়ারিস লাশ,
শখের বাসন্তি শড়ি হয়ে তার ফাঁস!!
মুখ দেখে চিনিনিতো তাকে
ঠোঁট ছিল নীল,
চিনেছি কন্ঠ দেখে; ওই কালো তিল।
লাঞ্ছনা ভরা দেহে নখের আচড়
শিশির ও নিরব যেন,
মূঢ়, মূক, হতবাক স্নিগ্ধ সে ভোর।
বেলা বাড়ে, চারপাশে ক্রমাগত
জমে ওঠে ভিড়,
বিবসনা পড়ে থাকে লাজে ভরা যুবতি শরীর।
পৃথিবী নিঠুর এতো বোঝেনি তো
কখনও সে আগে,
অপলক দুটি চোখে বিস্ময়, ঘৃনা বুঝি জাগে।
অবুঝ আবেগে কিছু নাবুঝেই
দিয়েছিল মন,
সে আমার সরল মনা বোকা সোকা বোন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




