আমারোতো পিরিতি ছিলো,
মনে ছিলো আটচালা গেরেস্ত ঘর;
আউশ ধানের ভূঁয়ে হুহু করা উজান বাতাসে
সাধ ছিলো তোরে নিয়ে পড়ি দেবো ভৈরবি চর।
বাবলি কাটার ফাকে উকি মারে রংগিলা ফুল,
তারও কি সুবাস আছে?
যেমনি সুবাস মাখা, ঈশান মেঘের মতো
কোমর দিঘল ছিল তোর কালো চুল?
একলা শালিক দেখে এখনও কি কাঁপে তোর বুক?
ফেরীওয়ালা ডেকে ডেকে রঙিন কাঁচের চুঁড়ি,
কিনে দেয় আজ কেউ?
ব্যাথা দিয়ে আজো পাস সুখ?
চাতালে কদুর লতা, মায়া ভরা চান্নি পসর।
কেনো সব মিছে লাগে!!
ভালবেসে কেন তবু ভেঙ্গে যায়
পরানে পরান বাধা পিরিতের জোড়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




