
বড় সাধ হয় ফিরে যাই ফের
সবুঁজ গাঁয়ের মেঠো কাঁদা-জলে,
সাধ জাগে ফের রাখাল হতে
দলছুট কোন কিশোরের দলে।
বৃষ্টিতে ভিজে এপাড়া-ওপাড়া
বাঁতাবী লেবুতে ফুটবল খেলা,
কলার ভেলায় হুল্লোড় তুলে
ওপারে জমাট বৈষ্নবী মেলা।
বায়োস্কোপের যাদু বাক্সটা
নিমতলী মাঠে এখনও কি আসে?
মায়ের আঁচলে বাধা আধুলিটা
দুলে ওঠে নাকি পুবালি বাতাসে?
বাঁশঝাড় দোলে? দোলে কাশফুল?
কালবৈশাখি দমকা হাওয়ায়?
শিশির দাসের বুড়ি ঠাকুমা কি
বসে থাকে ঠাঁয় মাটির দাওয়ায়?
মাঝ দুপুরে সে অচেনা পাখিটা।
কে জানে, আজও কি কেঁদে কেঁদে ওঠে !!
ছোট চুঁনোপুঁটি ছটফট করে
দ্রুতগামী কোন মাছরাঙ্গা ঠোঁটে।
কেন যে এমন পিছুটানে মন!
বুক ভরে কেন হাহাকার জাগে!
হেলায় হারানো সোনালী জীবন
হাতছাঁনি দিয়ে কেন ফিরে ডাকে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




