বাংলাদেশে এখন দুই নারী নেত্রীকে খেদানোর জন্য ’মাইনাস-২’ফর্মুলা চালু আছে।এ মুহূর্তে সবাই তাদের পক্ষে বা বিপক্ষে।
এসময় নারীদের নিয়ে কথা বলা ভয়ের ব্যাপার।আমার হার্ট দুর্বল হলেও ভয় কম,কেননা আমি সংস্কারপন্থী।
তাই সাহস করেজিজ্ঞেস করলাম বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ তিন নারীর নাম।আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, স্বল্প ভাবলে মাথা ব্যথা করে।আপনারা জ্ঞানী মানুষ, শুনেছি জ্ঞান বিতরণে বাড়ে। তাই বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ তিন নারীর নাম বলে আমার
মাথা ব্যথা কমাবেন।
দরজায় কে নাড়া দিচ্ছে?মনে হয় সেনাবাহিনী সেছে??????শিকলের ওপারে গেলে ও বলবেন।আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটি- 123456789।??????????????????????
হঠাৎ হাসি পেল। হাসির কারণ জিজ্ঞেস করবেন বুঝি? আমিই বলে দিচ্ছি , ওটা স্বপ্ন ছিল।সারাদিন টিভি,পেপারেএসব খবর দেখতে দেখতে স্বপ্নের এই হাল। সবকিছু স্বপ্ন হলেও, বাংলা দেশের সর্বকালের শ্রেষ্ঠ তিন নারীর নাম জানার ইচ্ছে আমার আছে, জানাবেন কিন্তু ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




