আজকাল নিজেকে বড় একা মনে হয়। মনে হয় আমার কিছুই করার নেই। প্রতিদিন একই রুটিন, একই কাজ। একই সূর্যোদয় আর সূর্যাস্ত। এক ছকে বাধা জীবন। সেই কবে শুরু হয়েছে। আর যেন শেষ হবেনা। ..............
একদিন মৃত্যুতে হয়তো নতুন জীবন পাব। জানিনা সে জীবন কেমন। হয়তো আরেক অন্তহীন পথ চলা শুরু হবে। হয়তো তা আনন্দের হবে। অথবা বিষাদের।
মহাজাগতিক এই চক্রে কে আমি, কোথায় আমি। আমার ক্ষুদ্র এই অস্তিত্বের খোঁজ কেউ কি রাখে। রাখবে?
পৃথিবীর এক প্রান্তিক মানুষ আমি। আরো প্রান্তে আমার বসবাস। যদি বলি এই সময়ের এক 'কুবের' তাহলেও কম বলা হবে। কুবেরকেতো মানিক বাবু তার গদ্যে নায়ক করছেন। সে জীবনে কিছু না পেলেও মরনে পেয়েছে। কুবের বেঁচে আছে বইয়ের পাতায়। কিন্তু আমাকে কে বাঁচিয়ে রাখবে।
আমার খুব কষ্ট হয় যখন ভাবি এই পৃথিবীর সবকিছুই ঠিক-ঠাক থাকবে। অথচ আমি থাকব না। আলো থাকবে, সবুজ গাছ থাকবে, থাকবে তারা ভরা আকাশ। ভাবতেই কষ্ট হয়।
[email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




