তার সঙ্গে আমার পরিচয় ঢাকা বিশ্বিদ্যালয়ে পড়ার সময়। তিনি পড়তেন রাষ্ট্রিবিজ্ঞানে। আর আমি অর্থনীতিতে। আমি অবশ্য দুই ইয়ারের সিনিয়র।
পরিচয় থেকে একসঙ্গে ক্যাম্পাসে নানা কাজে জড়িয়ে পড়া। কলাভবন, লাইব্রেরী, টিএসসি, সায়েন্স এনেক্স- সবখানেই আমরা একসঙ্গে। তারপর একদিন আবিস্কার করলাম আমরা দুজ'নে দু'জনার।
হাতে হাত রাখা, অপ্রয়োজনীয় আলাপকেও অনেক মধুর মনে হওয়া, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাওয়া, ১লা বৈশাখ, বই মেলা সব মিলিয়ে যেন স্বপ্নের সঙ্গে বসবাস। তারপর একিদন স্বপ্ন ভেঙ্গে যায়। প্রায় ১২ বছর আগের কথা।
জীবন যেমন থেমে থাকেনা। তেমনি আমিও থেমে থাকিনি। বয়স বেড়েছে। দু'একটি চুলে পাকও ধরেছে। কিন্তু আমার মন থেমে আছে। আজকাল তাকে খুব দেখতে ইচ্ছে হয়। মাঝে মাঝে সেই পরিচিত জায়গা গুলোতে যাই- যদি তার দেখা পাই। কান পেতে রই যদি সে হঠাৎ ডাক দেয়। পরিচিত কাউকে কাউকে জিজ্ঞেসও করি। কিন্তু খোঁজ মেলেনা৷
আপনার কি কেউ লম্বা চুলের সেই লম্বা শ্যামলা মেয়েটির খোঁজ দিতে পারেন। আমি শুধুই তাকে একবার দেখতে চাই। তার নাম কান্তা।
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




