প্রতিটি চন্দ্র গ্রহণকালে
তোমার ঘুম ভাঁঙ্গার অপেক্ষায়।
প্রতিটি কদম ফোটার দিনে
তোমার কুন্তল ছুঁয়ে এক ফোঁটা জলের অপেক্ষায়।
প্রতিটি নীল অম্বরের ক্যানভাসে নীলরঙ আঁকার সময়ে
তোমার হাসির গানের সুরে কাশবনে আগুন লাগার অপেক্ষায়।
প্রতিটি ঝিল পাড়ের আগন্তুক পাখির হামলার ঋতুতে
তোমার নৈকষ্য রূপের নরম রোদের প্রাণের হাসির অপেক্ষায়।
প্রহরে বাড়ছে
অধরার মোহ
স্বপ্নের সাদা রঙ ক্ষয়ে
গড়ছে আলোহীন গ্রহ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


