এক মুহূর্ত দাঁড়াও পাশেতে এসে
এক মুহূর্ত থাকুক চোখেতে চোখ
নিরাপত্তার বেষ্টনী যাক ভেসে,
আমার বুকের আগুন তোমার হোক!
এক মুহূর্ত কান পেতে শোনো কথা
এক মুহূর্ত হাতের উপরে হাত;
এক মুহূর্ত ক্ষণিকের নীরবতা
বাধবে এখনি সম্মুখ সংঘাত।
পর মুহূর্তে সকল বাঁধন ছিঁড়ে
পর মুহূর্তে জ্বলুক তোমার চোখ,
রণহুঙ্কারে তাকাক সকলে ফিরে
আমাদের দেখে থমকাক সব লোক!
তুমি কি এখনো ঘরের ভিতরে আছো,
করো কি এখনো অন্ধকারেই বাস?
ওঠো হে বন্ধু, আলোর মধ্যে বাঁচো
চলো বদলাই সময়ের ইতিহাস।
এক মুহূর্ত ব্যারিকেড, বিক্ষোভে
এক মুহূর্ত উচ্ছ্বাসে বসবাস,
পরমুহূর্তে পুলিশ গুলিতে আঁকা
মুষ্টিবদ্ধ আমাদের দুটি লাশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




