ভেবেছিলে টান দিয়েছ সূতোয়
নাচবে সবাই দূরে এবং কাছে,
ভেবেছিলে হালকা তুড়ি দিয়ে
টানবে আমায় সাতে কিম্বা পাঁচে।
ভেবেছিলে খেলব কুমিরডাঙা,
তোমার হয়ে জলকে নেমে ঘুরি,
স্বপ্ন দেখা্ মাফ করো নি, পিঠে
ঠেকিয়ে রাখো ঝিকিয়ে ওঠা ছুরি।
সময় আছে, এখনো ভুল ভাঙার
নইলে কিন্তু বাধবেই সংঘাত
তোমার আগুন-চোখের সামনে দিয়ে
তুলবো আমি মুষ্টিবদ্ধ হাত।
দেখবে তখন ফুসমন্তর শুনে,
ভাঙবে বুকের রূদ্ধকপাট কারা,
মর্চে পরা দুয়ারগুলো খুলে
উঠবে জেগে ঘুমিয়ে থাকা পাড়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




