দ্বাদশতম নির্বাচন তফসিল ঘোষনা : বিরোধী দলের প্রতিক্রিয়া
এইমাত্র নির্বাচন তফসিল ঘোষনা করা হয়েছে
নানহ সমীকরণ চলছে, এখন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এই নিয়ে প্রেস ব্রিফিং দিচ্ছেন ।
বিরোধী দল বিষয়টি ভালো ভাবে নেয়নি ।
বৃহসপতিবার থেকে তুমুল আন্দোলন করবে বলে ঘোষনা দিয়েছে ।
পিটার হাস বলছেন শর্তহীন সংলাপে বসতে বাধা কোথায় ?
সংলাপ জরুরী ... ... ...
বিএনপির নেতৃত্বে ৩৭টি রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলনে আছে৷ তারা সরকারের পদত্যাগ ও
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে৷এমন অবস্হায় ,
আওয়ামী লীগ বলছে তফসিল ঘোষনা হয়েছে এখন বসার সময় নাই ?
নির্বাচন কমিশন বলছে আসুন আপনার ভোট দিন ,
সিইসি জানান, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন: ৩০ নভেম্বর,
মনোনয়ন যাচাই বাছাই করা হবে: ১ থেকে ৪ ডিসেম্বর,
আপিল দায়ের ও নিষ্পত্তি: ৬ থেকে ১৫ ডিসেম্বর৷
মনোনোয়ন প্রত্যাহারের শেষ দিন: ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ: ১৮ ডিসেম্বর৷
প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত সময় পাবেন৷
সুষ্ঠু নির্বাচনের ওয়াদা করছি !!!
অনলাইনে মনোয়ন জমা দেয়া যাবে : ৩০শে নভেম্বর পর্যন্ত ।
১-৪ ডিসেম্বর বাছাই
প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সময় পাবেন৷
নির্বাচন : ৭ই জানুয়ারী ২০২৪ ইং।
==============================================================
‘‘সংবিধানের ১২৩ (৩ক) অনুচ্ছেদের বিধান মতে সংসদের মেয়াদপূর্তির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদের
সাধারণ নির্বাচন আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে৷''
‘‘দেশে মোট ভোটার প্রায় ১১ কোটি ৯৭ লাখ৷ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার৷
মোট ২ লাখ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ করা হবে৷’’
ভোটের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ সহ রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে ।
সূধী জনেরা বলছেন :‘‘নির্বাচন কমিশ ন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই৷ নির্বাচনের তফসিল ঘোষণা করছে৷ তবে তাদের হাতে আরো সময় আছে৷ আরো একটু সময় নিতে পারতো পরিস্থিতি বিবেচনা করে৷ জানুয়ারির ২০ তারিখে নির্বাচন করা যায়৷ আর তাতে ২৫ নভেম্বরেও তফসিল ঘোষণা করা যেত৷''
*** সর্বশেষ আপডেট : ১৭.১১.২০২৩
* নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দল আছে
* ২০ টি দল স্বাগত জানিয়েছে
* ১৬ টি দল আপত্তি করেছে
* আটটি দল চুপ করে আছে ।
.............................................................................
হাস ক্লান্ত হয়ে বেড়াতে গেছেন ।
দেশ কোন পথে চলছে আপনার পর্যবেক্ষণ কি বলে ???
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪