আজ বুধবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন ও ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন।
দেশব্যাপী ৬ হাজার ৫১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিদেশে ৮টি কেন্দ্র। সকাল ১১টা থেকে শুরু হয়ে দেড়টা পর্যন্ত আড়াই ঘণ্টার এই পরীক্ষা হবে।
সোমবার সচিবালয়ে পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরেন পদত্যাগী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন।
তথ্য অনুযায়ী, পরীক্ষা সম্পন্ন করার পর আগামী ২৬ ডিসেম্বর শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব কাজী আখতার হোসেন, অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
কোমলমতি সকল শিক্ষার্থীদের প্রতি রইল অশেষ শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




