তুমি সিউর তোমাকে দেখে নাই?
সিউর কি করে হবো? তবে ভাব দেখে তো মনে হলো দেখেনি।
হমম।
আরে এটা নিয়ে এতো ভাবার কী আছে? দেখলে দেখেছে। আমি কেয়ার করি না।
আরে বাবা ব্যাপারটা তো কেয়ার করা বা না করার না!
তাহলে ব্যাপারটা কি?
ব্যাপারটা হলো...ইয়ে মানে...মানে...
কী ইয়ে মানে ইয়ে মানে শুরু করলা?! ব্যাপারটা কী খুলে বলো।
সেটাই তো মুশকিল!
মানে?
কী যে ব্যাপার সেটাইতো মনে পড়ছে না! আচ্ছা ভাল কথা তুমি যেন কেন আসছো?
আমি? আমি আসছি? নাকি তুমি আসছো?
আমি এসেছি? তুমি সিউর? তুমি আসোনি তো?
আরে না। তুমিই আসছো। আমি আসতে যাব কেন?
সেটাও তো একটা কথা! তুমি আসতে যাবে কেন?! কি জানি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না!
আমিও না।
কিছু একটা মনে পড়বে পড়বে করছে কিন্তু কিছুতেই আসছে না!
আমারো না। আচ্ছা কী নিয়ে যেন কথা বলছি আমরা?
তাইতো! কী নিয়ে কথা বলছি বলোতো?
আসলেই কি কিছু নিয়ে কথা বলছিলাম?
সেটাওতো মনে করতে পারছি না! ধ্যাৎ!!
চিন্তিতমুখে পানির ভেতর ঘুরপাক খেতে খেতে গোল্ডফিস দু'টো ভেবেই চললো--কী নিয়ে কথা হচ্ছিল বা আদৌ কথা হচ্ছিল কি-না!
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




