যে মানুষ শনির-আঘাতে নতশির হবে না, যার তেজ বিভীষিকা দেখে ম্লান হবে না, কাম-কাজে জীবন-সাধনাকে যে বিসর্জ্জন দিবে না, দেশ চায় সেরকম মানুষ। দেহ যার বজ্রের ন্যায়, বীর্য্য যার অপরিমেয়, মনুষ্যত্ব যার অভ্রভেদী, দেশ চায় সেরকম মানুষ। দেশ চায় তোমাকে-জাগ্রত তোমাকে, কর্মঠ তোমাকে, আত্মশক্তিতে চিরবিশ্বাস-পরায়ণ তোমাকে। স্বদেশ তোমার সাধনা চায়, তোমার তপস্যা চায়, পতিতের উত্থানলাভে তোমার আত্মোৎসর্গ চায়।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




