অখণ্ডেরা একাধারে শাক্ত, শৈব ও বৈষ্ণব; সৌর, গানপত্য ও ব্রাহ্ম; একাধারে হিন্দু, মুসলমান ও খ্রীষ্টিয়ান; একাধারে বৌদ্ধ, বৈদান্তিক ও ফ্রি-থিঙ্কার; একাধারে সাকারোপাসক ও থিওজফিস্ট। অখণ্ডেরা একটা অসাম্প্রদায়িক সম্প্রদায়।
এটা সবাই হয়তো সম্ভব বলে মনে নাও করতে পারে। কিন্তু যেটা সম্ভব হয়ে গেছে, সেটা কখনো অসম্ভব হতে পারে না। হতে পারে সব দর্শন-শাস্ত্রই মিথ্যা বা সত্য, হতে পারে সবই তার রূপ তা নাও হতে পারে। নামের সেবা করতে করতেই তোমার ভিতরে সকল সত্যের প্রকাশ ঘটবে। অখণ্ডের কাছে অখণ্ড নামই হচ্ছে মূল ধর্মগ্রন্থ, বেদ, কোরান, বাইবেল তার টীকা।
অখণ্ড সংহিতা ২য় খণ্ড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




