বকশীগঞ্জে ভাইয়ের খুনের মামলায় দু’সহোদর সহ গ্রেফতার- ৪
বকশীগঞ্জ প্রতিনিধি
রহস্যজনক খুনের ঘটনায় জামালপুরের বকশীগঞ্জের হামিদপুর গ্রাম থেকে নিহত ভাইয়ের সহোদর দু ভাই সহ পুলিশ ৪ জন কে ১১ আগষ্ট বুধবার গ্রেফতার করেছে।
পুলিশ জানায় নিহত আনিছুর রহমানের স্ত্রী রোজিনা আক্তার (৩০) এর দায়েরকৃত মামলায় আনিছের বড় ভাই আবু সাঈদ (৫৫) ছোট ভাই শাহজাহান (৩২) ও সুরুজ মিয়া ও ঢালু মিয়াকে হামিদপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে। ১২ আগষ্ট বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার কৃতদের ৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
উল্লেখ্য গত ১০ আগষ্ট গভীর রাতে উপজেলার বগারচর ইউনিয়নের হামিদপুর গ্রামে আনিছুর রহমান (৪০) নামে এক নিরীহ কৃষক রহস্যজনক খুন হয়। এই হত্যাকান্ডের মামলায় নিহত আনিছুরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে ভাসুর আবু সাঈদ ও দেবর শাহজাহান মিয়া সহ ২০ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০।
এদিকে নিহতের আনিছের সহোদর ভাইদের মামলায় আসামী করায় এলাকাবাসীর মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি পুলিশের ভুমিকা রহস্যজনক। তারা খুনের মূল মামলা ভিন্ন খাতে নেওযার চেষ্টা করছে বলে এলাকাবাসীর অভিযোগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






