এলবাম প্রচ্ছদ
এখন শহরগুলোর রাস্তায় বের হয়ে আকাশে তাকালে আর আকাশ দেখা যায় না, বরং ভেসে ওঠে 'চোখের সামনে দানবীয় বিলবোর্ড'। বিলবোর্ডে ঢেকে যাওয়া আকাশের এই শহরে মেঘেদের সাথে ছিন্ন হয়েছে আমাদের সমস্ত যোগাযোগ। আমরা খবরও রাখি না অভিমানী মেঘের। তাই বুঝি, 'বিলবোর্ডে ঢেকে যাওয়া মেঘ/ উড়ে চলেছো কোথায়' - সমগীতের গানে এমন প্রশ্ন আমাদের এই অক্লান্ত অস্থির শহরে, মেঘেদের হাড়িয়ে ফেলার উপলোব্ধি দেয়। তবে উপলোব্ধির গন্তব্য কোথায়? যখন এ শহর হাজার হাজার অপারেশন থিয়েটার- যার চোখ ধাধানো আলোয় আমাদের প্রত্যেকের মুখেই মাস্ক আরা হাতে রাবার গ্লাভস্। যেখানে সিজারের চাকু আর সেলাইয়ের সুতোয় কাটা-ছেড়া হূদপিন্ডে অনুভূতি-উপলোব্ধিরা শেষ-মেষ আড়ালেই থেকে যায় বিলবোর্ডে ঢেকে যাওয়া আকাশটার মত। আর এমনি করে আমাদের সব গল্পগুলোও হাড়ায়। সমগীতের গান এমন গুরুত্বরো উপলব্ধি জাগায়, প্রশ্ন করে। তবে শুধু প্রশ্নই না, 'আমরা কি ভুলে যাবো আজ/ কি করে জুম ক্ষেতের তুলো থেকে ঐ/ আকাশে সাদা মেঘেরা জন্ম লয়'- এমন পরিস্কা উচ্চরণে উত্তরের ইশারও দেখায়। এই খানেই সমগীতের গান লিরিকের গতানুগতিক র্ফম ভেঙ্গে নতুন গন্তব্য হাজির করে বক্তব্যে ও সুরে, দৃশ্যকল্পে ও র্দশনে।
বিলবোর্ড গানের লিরিকটা দিলাম -
একুইস্টিক ইন্সট্রুমেন্টের চত্কার আয়োজনে করা এই গানটি শুনতে এবিসি রেডিওতে কান রাখুন।
এই এলবামের শিরোনাম গান 'হাওয়া' গানটিকে নিয়ে একটা পেষ্ট দিয়েছিলাম, ওইটার লিংকও নিচে দিলাম।
'হাওয়া'; সমগীতের একটি গান
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




