মহাজোট সরকার তার মহা দক্ষ মন্ত্রী সভাকে আরো কিছুটা লম্বা করে নতুন কিছু জাতীয় ভাড় (সবাই নয়) কে আমাদের মতো আম জনতাকে আরো কিছু নতুন কোশলে জনগনের টাকা অপচয়ের ক্ষেত্র বানায়া দিলো । এখন দেখার পালা তারা কি করে ।
গত সাড়ে তিন বছরে মহাজোটের এমপি হয়ে আপনার কাছ থেকে পেয়েছি ..
১। বড় বড় কথা ।
২।জনগণ থেকে কয়েক কোটি মাইল দুরে ।
৩। আপনার গ্রামের বাড়ির পাশে ১ টা কালভাট ।
৪। আপনার পাশে থাকা কিছু কর্মীর গাছতলা থেকে ৫ তলা উত্তরণ ।
৫। আপনার ভোটের জন্য কাজ করা মানুস বিপদে পড়লে পিঠ দেখানো ।
৬। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আপনার ভাইয়ের ক্ষমতার দাপট ।
৭। ভোটের পর এলাকা থেকে দুরে থাকার বিশ্ব রেকড্ মনে হয় তার !
ইনু ভাই মন্ত্রী হইছে .. তো আমরা কি পাবো ?.
ভেড়ামারা-মিরপুর এর জনগণের সাথে কথা বলে,আর আপনার সংসদ সদস্য হওয়ার পরে কাজের অবস্থা দেখে মনে হয়না,আগামী নির্বাচনে যদি খালেদা জিয়ার বিএনপি এবং ১৮ দল জোটগতভাবে অংশ নেয়,তবে ১৪ দল কেন ২৮ দলের প্রার্থী হয়ে খোদ নৌকা মার্কায় চড়েও আপনি আবার জিতে আসবেন,সেই সম্ভাবনা একেবারে ক্ষীন।
আগামিতে কি ভেড়ামারা-মিরপুর বাসিদের জন্য মাননীয় মন্ত্রী সাহেবের
কোনো বিশেষ পরিকল্পনা আছে ? .. না থাকলে আগামিতে ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার জন্য ভোটও পাবেন না ।
নোট: আমার জীবনের প্রথম ভোট আপনার মতো মুখোশ পরিহিতকে দেয়ার জন্য সবার কাছে মাফ চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




