একটি দালান তৈরী করার জন্য তার ভিত্তি দরকার , তেমনি উচ্চ শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষা ।
আমার প্রাথমিক শিক্ষার হাতে খড়ি হয়েছিলো দামুকদিয়া প্রাথমিক বিদ্যালয়ে , সালটা ১৯৯০ ।
বিদ্যালয়ের ১ম শেণীতে সব মিলিয়ে ৩০-৩৫ জন ।যাদের বসার জন্য গোটা দশেক ভাঙা বেঞ্চ, ১ টা টেবিল ,১টা চেয়ার ও কালো বোড। ...ও আরো ছিলো ৩০-৩৫ জন মানব সন্তান যাদের বেশীর ভাগের থাকতো নগ্ন পা এবং পাঠ্যবস্তু হিসেবে ৩ টা মত অতি মুল্যবান বই ।যেগুলোর অধিকাংশের মলাট থাকতো সাপের পা দেখার মত ।
সেই সময় ১ম শ্রেণীতে মূতি্মান ত্রাস গেনী আপা (পুরা নাম মনে নাই)। তার ভয়ে কোনো পড়া মনে থাকত না । তিনি ছিলেন আমার জন্য বিভিষীকার মত । তার প্রতিদিন আমাকে পড়া ধরা লাগবেই আর আমার সব গোলমাল , ফলাফল উত্তমরুপে উত্তম মাধ্যম । এ তো গেলো মুদ্রার ১ পিঠ , অপর দিক ছিলো ভালোবাসার সাথে ভালো ভাবে পড়াশোনা করার জন্য উৎসাহ প্রদান। ছোটো থেকেই মোটামুটি ভালো ছাত্র থাকায় আরও ভালো করার চেষ্টা ছিলো অবিরাম । তার উৎসােহ আজ এতদূর আশা । ছোটো থাকার কারণে তকে অনেক ভুল বুঝেছি কিন্তু এখন বুঝি এটা ছিলো একজন ভালো কারিগরের উৎকৃষ্ট পন্য তৈরীর চেষ্টা । ২০১১ সালে থিসিস এর কাজের জন্য ডাটা কালেকশনের জন্য তার কাছে গিয়েছিলাম । তিনি মমতার সাথে মাথায় হাত বুলিয়ে যখন কথা বলছিলেন মনে মনে ২০ বছর আগের সময়টাই ফিরে গিয়েছিলাম ।
মনে পরে ২ দিন স্কুলে গিয়েছিলাম না , তিনি বাড়িতে এসে খবর নিয়েছিলেন । এখন শিক্ষকরা কি এমনভাবে ছাত্রদের জন্য ভাবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




