তখন পুরা ১০ ক্লাসে পড়ি।পকেট গড়ের মাঠ | কিন্তু ভেরামারায় গমণ ত ফরজ । কেননা একেবারে ইনটেক ইংরেজি (১ টিকিটে ২ ছবি !) আইসা পড়ছে , আর আমি যদি না দর্শন করি তাহ্লে ত ছবি সুপার ফ্লপ ! তাই অনেক কষ্টে বন্ধু রোকন কে ম্যানেজ করলাম কারন অর উত্তরাধিকার সুত্রে পাওয়া দ্বিচক্রযান ছিল ।
পরিকল্পনা শেষ এখন বাস্তবায়নের পালা । পরদিন স্কুলে গেলাম মিনিমাম বই নিয়া । ভগবান স্যারের প্রথম ক্লাস শেষে আল্লার নাম নিয়া রওনা দিলাম । এ সময় মাত্র ৯ কিলো রাস্তা যেন ৯০ কিলো হইয়া মুখ ভেংচাইতেছে । অনেক সংগ্রামের পর ১১;২০ মিনিটে ভেড়ামারা পৌঁছলাম ।
এরপর দাদির আচল থেকে মেরে দেওয়া ১ খান ২০ টাকার ও ১ খান ১০ টাকার নোট সজনী সিনেমা হলের মালিকের নামে উৎসর্গ কইরা ২য় শ্রেনিতে অবস্থান নিলাম ।
শো শুরু হইল ১১;৩০ মিনিটে ।
১ম টা চাইনীজ সিনেমা ভালই লাগলো কিন্রতু ২য় টা না দেখলে কি মন ভরে ? এরপর দীর্ঘ ৫ মিনিটের বিরতি শেষ হলো আর শুরু হল ইংরেজি (!) সিনেমার মহাত্ন্য। এরপরের সিনেমার বিবরণ দিমু না (লজ্জার ইমো হবে)।
ভাই এটাত গেল কাজের বিষয় , কিন্তু ফলাফল ? পাইলাম। সেদিন বাজারে কোন নালায়েক স্যার আব্বার কাছে কইছে আমি নাকি স্কুলে ১ম ক্লাস করার পর ছিলাম না । এইটা কি সত্য ?
এরই পরিপেক্ষি্তে বাপে আমার সুন্দর করিয়া কান ধরিয়া কিছু সময় উত্তম- মাধ্যম পঞ্চম দিলো আর আমি পিঠ ও নিতম্ব ভরিয়া উপভোগ করিলাম ।
এবার দাদির টাকা না পাওয়ার কারণ বের করার দায়িত্ব দাদা নিজে নিলেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




