প্রিয় আলী আকবার ,
বীর মু্ক্তিযোদ্ধা
সুহিলপুর, ব্রাক্ষণবাড়ীয়া
জনাব,
আজ বিকেল ০৫.০০ শাহবাগে কিছু তরুন আপনার জন্য শোক নয়, ক্ষমা সভার আয়োজন করেছে। আপনার কাছে ক্ষমা চাইবে। আমি দুই হাত জোর করে ক্ষমা চাই...
১. মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকা স্বত্বের চিকিৎসার জন্য সুপারিশ প্রয়োজন ছিল বলে;
২. জনগনে টাকা খরচ করে মুক্তিযোদ্ধাদের জন্য কত কাজ হয়। কিন্তু আপনার মতো মানুষরা সুবিধায় পান না বলে।
৩. ক্ষমা চাই টাকার অভাবে আপনি ব্রাক্ষণবাড়ীয়া হাসপাতালের বারান্দায় পড়েছিলেন বলে;
৪. আপনার চিকিৎসার জন্য মেইল ফ্যাক্স করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে কোন উত্তর পাইনি বলে;
৫. আপনার জন্য আইসিইউ-র বেড যোগার করতে পারিনি বলে;
৬. ৪২ বছর আপনার জন্য বাসস্থান আর খাদ্য দিতে পারেনি বলে;
৭. দেশের জন্য যুদ্ধ করেছেন, ৪২ বছর রাস্তা পাহারা দিয়েছেন। কিন্তু আপনার সম্মান দিতে পারিনি।
৮. প্লট, পদ, বাড়ী, জমি, চাকরী সুবিধা আপনার মতো মানুষ যাদের প্রয়োজন তাদের নিকট পৌছাতে পারিনি বলে;
৯. ক্ষমা চাই আমাদের নিলজ্জতার জন্য, স্বার্থপরতার, সুবিধাবাদীতার জন্য। ক্ষমা আমাদের অক্ষমতার জন্য।
আপনি ত্যাগী লোক।ত্যাগ করেছেন বলেই সুবিধাবাদীরা ভোগ করে। আমাদের ক্ষমা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





