শব্দেরা বসে নি এখনো, মিলনমেলায়,
কখন লিখা হবে কবিতাটি,
আগ্রহে কবি মন আজ উপোস বসেছে
নিদ্রাহীন, দিন শেষে, সময়হীন
ঘন্টার দুয়ারে বেখেয়ালী আলাপন
হৃদয়জুড়ে, ভাঙের নেশায় মাতাল।
প্রেমিক কবি, বিদ্রোহী নাকি
জিবন যুদ্ধে পরাজিত সৈনিকের
ছেড়া কাঁথার শীত বিলানোর গল্প....
রক্তচঞ্চল আঙুলের শীহরণে
শব্দ সাজবে, ললাটে লাল সিদুঁরে।
শাখের আলাপ, আযান আহবান,
মিলে যাবে মনুষ্যত্ব, বিবেকের হাত ধরে।
প্রিয়ার চোখে কাজল, প্রিয়র হাতের গোলাপ ফুটবে
ভালোবাসার ডায়েরিতে।
প্রকৃতি গল্প জুড়াবে, পুকুর পাড়ে, পা ডুবিয়ে
সন্ধের মতো লাল আলোতে সাজবে
বন্য রূপের সৌন্দর্যতা।
লিখা হবে কবিতা, উন্মাদ শব্দের প্রাচীরে।
তাই তো কবি মন বসে থাকে
কফির টেবিলে, আনমনে, লেখা হবে কবিতাটি,
কবিতার ফ্রেমে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



