সুন্দর একটি জিবন হারিয়ে গেছে
অপরাধে, অপরাহ্নে, অনুতপ্ততায়,
একটি সুন্দর জিবন নিঃস্ব হয়েছে
নিয়তির পৃষ্ঠে আঁকা, অপার অনটন,
সমালোচনা, জিবন বিপ্লবের সমারোহে।
কখনো মায়বীর আকুলতা,
মেস জিবনের ডালে ডিমে, চুলোয় পুড়ে পুড়ে,
অন্নের মতো সিদ্ধ হয়েছে, শিক্ষার প্রাচীরে।
আবার কখনো সংলাপ গুণে গুণে এ চোখ
ছোট্ট ফুটফুটে শিশুটির ধর্ষণ দেখেছে,
সুন্দর জিবন নষ্ট করেছে,
হাসপাতালের সেভলন ঘ্রাণ শুকে শুকে
কোনো এক ছোট্ট পূজা।।
জিবনের তামাসায় হকচকিয়ে যাওয়া রোহিঙ্গার,
সুন্দর জিবন ভেসে গেছে,
সীমানা পেড়িয়ে নীল সাগরে.......
এখনো সাঁওতাল-বাচ্চার চোখে
আগুনের ভয়, শীতের
রাতেও দাও দাও করে জ্বলে মৌন শিখরে।
হাজার হাজার সুন্দর জিবন নষ্ট হয়ে যাচ্ছে,
সীমারেখার কাটাতারে পেঁচিয়ে
কু-মন্ত্রমুগ্ধের মতো আমাদের দৃষ্টিতে তারাবাতি
আর সুন্দর জিবনগুলো পড়ে থাকে পকেটে,
মানিবেগে, বিবেকের ঠাই মেলে
কাঠ পোড়া শশানের মঞ্চে,
অগ্নুৎপাত হয়ে জ্বলে।
মানবতা গোবরের উপর
মাছিগুলো ভন ভন করে।
সুন্দর জিবনগুলো অসুন্দর হয়ে
ভূমিহীন, দেহহীন, বস্ত্রহীন
ধরহীন লাশ হয়ে মরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



