আমি নিয়তির কাছে পরাজিত বার বার
ভাগ্য-বারুদের আঘাতে
মাইন ফাটা বিস্ফোরিত দেহ আমার
নিয়তির সাথে নিয়রন যুদ্ধ চলা
আমি হাস্যোজ্জ্বল কোনো এক সৈনিক।
আজো তবে যুদ্ধ চলুক আমাতে আমার,
নিয়তি আমার কটাক্ষ করে,
বিজয় তোমার, সেও এক দুর্দিনেরই নাম।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




