বিস্মিত! স্তম্ভিত!
ফেলানী হত্যার রায় শুনেও আমাদের সাংবাদিক, রাজনীতিবিদরা নিশ্চুপ! কারও কোনো বিকার নেই!
এই প্রহসন নিয়ে কোনো মঞ্চ হবে না।
এর ন্যায় বিচারের জন্য কেউ গাড়িও পোড়াবে না।
এর ন্যায় বিচারের জন্য কেউ হরতালও ডাকবে না।
আমরা কি করব?
চুপ থাকব!
চুপ থাকে পাব পুরস্কার।
ওদের ট্রানজিট দেব।
তিস্তার পানি দেব।
টিপাইমুখ নিয়েও চোখ বন্ধ রাখব।
আরও কত কিছু করব!
নাহলে হুজুররা গোস্বা করবে না!
তরুণরা তোমরা কি দেশপ্রেম সব দু'দলের জন্যই গচ্ছিত রেখেছ?
দেশের জন্য কি এতটুকুও অবশিষ্ট নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




