আমরা অস্ট্রেলিয়ায় এসে প্রথম দিকে মরিচ নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম । বাজারে মরিচ পাওয়া যায় বটে তবে তা আর যাই লাগুক ঝাল লাগে না। মরিচ গুলো দেখতে ইয়া মোটা আর লম্বা কিন্তু ঝালের বেলায় একেবারে অপদার্থ, মিস্টি মিস্টি লাগে। আমার বর আবার মিস্টি তরকারি খেতে পারে না, প্রতিদিন এক অভিযোগ, তরকারি মজা লাগে না ইত্যাদি ইত্যাদি। কি করি ! এখানকার বাংগালীদের সাথে ব্যপারটা শেয়ার করতে যেয়ে আবিষ্কার করলাম, সবার বাসার ব্যাকইয়ার্ড বা বারান্দায় টবে বা মাটিতে চমৎকার মরিচ গাছ। আইডিয়াটা অসাধারণ মনে হলো এবং আমরা ও সেই পথের পথিক হলাম। তাই আমরা আজ মরিচ এ সাবলম্বি। আমার বরের মুখে তৃপ্তির হাসি। আমরা এখন মরিচ নিজে খাই, বন্ধু-বান্ধবদেরকে দি্ই, আবার অফ সিজনের জন্য ডিপ ফ্রীজে রেখে দিই। মরিচ সংগ্রহ করার এই চমৎকার আইডিয়াটা ও এখানে এসে শিখলাম।
আমাদের বাগানের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আমরা খুব সমান্য একটা জায়গাকে কিভাবে বাগান করেছি তা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন।
যদি বাগান থেকে ফ্রেশ মরিচ তোলার আনন্দ পেতে চান, যদি সংসারের মরিচ সমস্যর সমাধান চান তাহলে আর দেরি কেনো? আর অর্থনৈতিক সাশ্রয়ের কথা নাইবা বললাম, নিজেরা একবার বাস্তব অভিঙতা থেকেই দেখুন না!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






