প্রাপ্যতা:
টাকি এখন বাংলাদেশ খুবই সস্তারেটে পাও্যা যায়।
ছুটোগুলার দাম কেজি ১০০/= হইতে বড়গুলা কেজি ১৬০/= এর মধ্যে।
এভারেজ দাম এক কেজি ১৪০ টাকা।
মোটামুটি সকল বাজারেই টাকি মাছ পাইবেন এবং ইহাদের জ্যাতাবস্থায়ই কিনিতে পারিবেন!
মাছবাজারে কেমোনে টাকি মাছ কিনিবেন:
দুই রকম টাকি দেখবেন। জ্যাতা আর মরা। জ্যাতা গুলার ডিসে আংগুল দিয়া দেখায়া জিগাবেন।
: 'কত?'
: 'একদাম দেড়শ টেকা।'
: 'একদাম কয়া হালাইলেন।'
: 'একদাম কুনো দামাদামি নাই।'
: 'একদামে আবোড় মাছ বিক্রি অয় নি!'
বলবেন পাশের ক্রেতার দিকে তাকায়া, ঠাট্টার সুরে। পরে ঐ মাছবিক্রেতার কাছ থেকে সরে যাওয়ার সময় বলবেন,
: 'এডিতো সব ছুডো সাইয। দুই একটা তো দেহি মরা-মরা। দেহো ১২০ চলবোনি।'
: 'একটাও মরা নাই। সব জ্যাতা। কতডি লিবেন? একশ চল্লিশ কইরা রাখমুনে'
: 'নাহ। একশ' ত্রিশ রাখো।'
: 'তাইলে আর পারলাম না।'
: 'আইচ্ছা, দেও দেহি আধা কেজি'
তারপর বড়োবড়ো টাকি মাছ বাইছ্যা লিয়া লিবেন। একশ' টেকার একটা নোট দিবেন। সে ৩০ টাকা ফেরত দিবে। পরে যাবেন শাকপট্টিতে। ২০ টাকা দিয়া এক আটি লাউশাক নিবেন। তাজা তাজা দেইখা। শিম নিবেন। নতুন আলু নিবেন ২কেজি।
পরে বাসায় ফিরা আইসা বউরে বলবে টাকি মাছের ভর্তা বানাইতে। ...
দুপুরে খাওয়া শুরু করবেন শাক দিয়া।
লাউশাক, নতুন আলু, শিম দিয়া পৃথিবীর অন্যতম শ্রেস্ঠ খাবারটা আপনি খাবেন।
পরে হাত দিবেন টাকি মাছের ভর্তায়।
উমমমমম।
...
মনের মইধ্যে ব্যাকগ্রাউন্ডে বাজবে ইংলিশ গানের শুধু একটা লাইন,
আই ফিল গুড, ন্যানা ন্যানা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




