''শিকড় গজানোর আগেই কেটে পড়বা"-আমার দাদার এই উক্তিটা আমি মনে প্রানে লালন করি।আর তাইতো বাসা পাল্টানোতে আমি মোটামুটি রেকর্ড করে ফেলেছি।
নতুন বাসায় উঠেছি সপ্তাহ খানেক। এলাকার এক বড় ভাইকে নিয়ে কাছাকাছি একটা শপিং মলে গিয়েছি কিছু কেনাকাটা করতে।হঠাত চোখ আটকে গেল একটা পোস্টারে। কিন্তু ওমা একি পোস্টার তো নড়েচড়ে উঠল, আর মনের ভিতর গেয়ে উঠল কু...উ.....।
পরের দিন সকালে অফিসের গাড়ি ধরার জন্য স্টপেজে দাড়িয়ে ঘড়ি দেখছি আর ইতিউতি তাকাচ্ছি। আরে চেনা চেনা মুখ যে।উফ আবারো সেই মনের ভিতর কু...উ.....।
ডিজিটাল টাইম আমরা মানতে বাধ্য হলেও রিক্সওয়ালারা নন।সকালবেলা
রিক্সা পাওয়াটা েযন ডিভি লটারি পাওয়ার মত।বাসার সামনে গেটে একটা মাত্র রিক্সা। ভাড়া জানতে চাওয়ার রিস্ক না নিয়ে উঠেই পরব বলে পা দিয়েছি, অমনি পিছন থেকে কেউ বলে উঠল "ভাইয়া আমার একটু তাড়া আছে,এই রিক্সা চল"-বলেই হুট তুলে দিল।আর আমার মনের ভিতর যথারীতি কু...উ.....কু...উ.....কু...উ.....।
(
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




