আমার ছিল অধিকার
কাক-ডাকা ভোরে, বিছানা ছেড়ে
তোমাদের মতোই রঙিন জামা জুতা পরে
তোমাদের মতোই
বাহারী বই, রাবার-পেন্সিল ব্যাগে ভরে
তোমাদের মতই করে...।
আমি বুঝিনি, করিনি খেয়াল
তোমাদের আর আমার মাঝে এক বিশাল দেয়াল...।
তোমরা কোন মানবতার দোহাই দিয়ে
আমাদের মাঝে বিভেদের এই দেয়াল গড়েছ?
বল কী আমার অপরাধ? থেক না নিরুত্তাপ,
জন্মই কি আমার আজন্ম পাপ, অভিশাপ?
হাতুড়ী-শাবল হাতে আজ হয়ত বিদ্রোহী আসবে না
তোমাদের বিভেদের এই দেয়াল ও ভাঙবে না...
আর কিছুক্ষণ পরই তোমরা আমাকে তাড়িয়ে দেবে
দেয়ালের ওপাশের সভ্য জগতেরে আলো
আামার ওপরে এসে পড়ুক তা তোমাদের সহ্য হবে না।
তবুও বলি
প্লিজ আমাকে এখানে একটু দাঁড়িয়ে থাকতে দাও
"এতো তোমাদের করুণা নয়; আমার অধিকার"
=====================================
যদি কারো ভালো লাগে তাহলে ফেসবুকে শেয়ার করার অনুরোধ রইল
=====================================
ফেস বুকে আমি http://www.facebook.com/talimenam

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




