শুয়র আর কুকুরে ভরে গেছে দেশটা
দুই নেত্রী বলে শুধু দেখে নেবে শেষটা।
গুলি করে, গুম করে, পেট্রলে পুড়ে ছাঁই
অসহায় মানুষজন, দেখার যেন কেউ নাই।
ধরে নিয়ে মেরে দেয়, কয় বন্দুক যুদ্ধ
মানুষের স্বাধীনতা একেবারে রুদ্ধ।
এত মানুষ মরে তবু, কত তাদের বায়না
বলে নাকি মানুষের কাবাব ছাড়া রুটি খাওয়া যায় না।
তচনচ, পুড়ে ছাঁই, রক্তের নদী বয়
নেত্রীরা হেঁসে বলে, এটা তেমন কিছু নয়।
মানুষের মৃত্যুতে তাদের কিছু যায় না
মানচিত্র খামচে ধরে, আছে ওরা হায়না।
ওরা ভাবে স্বামীদের, বাবাদের দেশটা
এতো মারে, পাণ করে, মেটেনাতো তেষ্টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




