এক দিকে বলবে ধর্ম নিয়া রাজনীতি না করার জন্য -
আর একদিকে নাস্তিকদের দিয়া দেশের সিলেবাস বানায়া ধর্মরেই বাশ দিবে
সাথে ধর্ম বিরোধী আইন করবে।
তাই আমার মনে হয় - যে যেটার যোগ্য সে সেটাই পাইছে।
তুমি রাজনীতিতে জামাতকে ব্যান করবা - কর। সরাসরি বল যে ৭১ এর দেশ বিরোধী কর্মকান্ডের জন্য জামাতি ইসলামিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হল। তা না করে প্যাচায়া বলা হইল জামাতের গঠন তন্ত্রে আল্লাহতে বিশ্বাস আছে - অমুক জায়গায় তমুক আল্লাহর / ধর্মিয় কথা বলা হইছে - তাই তাদের নিষিদ্ধ করা হোক।
সেক্যুলারিজমের চর্চা অনেক দেশেই চলে। আমেরিকাতেও চলে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও চলে। কোথাও মনে হয় না এইরকম কট্ট্র সেক্যুলারিষ্ট আছে যে বলে সেক্যুলার মানে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সংযোগই থাকবে না। কিন্তু আমাদের মৌলবাদী সেক্যুলাররা ধর্ম নিরপেক্ষ নয়, ধর্মহীন রাষ্ট্র চায়।
বুদ্ধিজীবি নামধারী যেসব সেক্যুরাল জামাতের ঘাড়ে বন্দুক রেখে ইসলামের দিকে গুলি চালাচ্ছে - জামাতি ইসলামিদের সাথে ঐসব ভন্ডদেরকেও দেশ থেকে বিদায় জানানো জরুরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



