মাগো,
তোমার হাত কাটার যন্ত্রনার শব্দে এতো রাতে
আমার ঘুম ভেঙে গেলো
বলো, এখন কি করি..?
হৃ্দয়ের অনেক কাছে অথচ এতো দূরে
সাতকানিয়া থেকে ঢাকা-র করপোরেশন সিটিতে
একাকি বাসার যে কক্ষে শুয়ে আছি
পালকের মতো নরম বিছানা !
অথচ তুমি? তাই ভেবে ভেবে
গুমোট হয়ে উটলো হঠাৎ পরিবেশ।
বাথরুমে কলের পানি পড়ার টপ-টপ শব্দ
মাথার উপর তিন পাখাওয়ালা ফ্যানটি
সজোরে বাজতে লাগল কানে
বলো, এখন কি করি..?
স্মৃতির জানালার অগোছালো পরদা সরাতে মনে পড়ে
এস এস সি পুরব সেই ক্ষনগুলো যখন,
আমি রাত জেগে পড়তাম আর
তুমি পাশে বসে থাকতে নিরব নিথর।
এখন আমি অনেক বড়,
ভালবাসায় যেন উইপোকা ধরেছে
সেটা এখন কোন উচ্ছল রমণীকে ঘিরে
তোমা থেকে কি আসলে দূরে সরেছি ?
হতে চলেছি কি সারথপর ?
বলো, এখন কি kori...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




