শুকনো ক্ষোভের মত শুকনো একটি মন
তার পড়তে পড়তে আছে শুকনো ভালবাসা,
সে ভালবাসা ঘেরা রয়েছে শুকনো প্রেমে,
তবে প্রেমটি রয়েছে একটি ভেজা মনে।
ভোরবেলা ময়না পাখিটি যখন ডেকে ওঠে
মনে হয়, তুমি কবে ময়না হবে? আমায় ডাকবে অমন করে।
আচ্ছা তুমি কি কুয়াশা হবে? জড়িয়ে ধরবে কুয়াশার মত করে।
তুমি কি ঘরের উঠানের বকুল ফুল হবে?
শুভ্রতা ছড়াবে সারাদিন, সারাবেলা।
তোমাকে আমি চাই আমার রুমালের মত করে
তোমার পরশ বুলিয়ে দেবে আমায় দুপুরের রোঁদে ।
তুমি কি হবে কাঠফাটা রোঁদে বসন্তের হাওয়া?
ছুয়ে যাবে মন, আমার সত্ত্বা।
কল্পনার রঙ যদি তুমি হও আমি দেব তোমায়
একরাশ রংধনু, এক ফালি চাঁদ;
তুমি কি হবে – হবে আমার?
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




