,
একসাথে স্কুলে যাওয়া ;

কি সুন্দরই না ছিলো সেদিনগুলো;

একসাথে মার্বেল খেলা ;

ইস্কুলের প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড নিয়ে লড়াই করা ;

টায়ার দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ানো;

শরীরে কাঁদা মেখে কর্দমাক্ত শরীর সবাইকে দেখানো

ইশকুল থেকে ফেরার পথে কলাপাতা দিয়ে নিজেকে বৃষ্টি থেকে দূরে রাখা;

বৃষ্টির দিনে ইচ্ছেমতো কাঁদা মাখিয়ে ফুটবল খেলা ;

আহা, আমার শৈশব আরেকটাবার যদি ফিরে পেতাম তোমায় !
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




