কাবিন কত?
বার হাজার টাকা।
আর যৌতুক তাহলে কত হলো?
চার লাখ টাকা মতো।
.
.
.
.
ঘটনাটা শুরু থেকেই বলি................বাড়ির বাইরে হাটতে বের হয়ে দেখি, কে যেনো ফটকের বাইরে দাড়িয়ে আছে। খুলে দেখি এখানকার স্কুলের মাস্টার মশাই। বললাম, সন্ধ্যা বেলায়, কি মনে করে মাস্টার মশাই? মাস্টার মশাই ঝরঝর করে কেঁদে দিলেন। আমাকে বললেন, একটা উপায় বলে দেন? তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি। বললাম, ঘটনাটা খুলেই বলেন না............. অবশেষে বলতে শুরু করলেন,
আমি সদ্য যোগদানকারী সামান্য একজন স্কুল শিক্ষক। বাবা কৃষিকাজ করে আমাকে আর আমার ছোট বোন রানুটাকে মানুষ করার চেষ্টা করেছেন। তাইতো ছোট বোনটা মেট্রিক পরীক্ষা দিতে পেড়েছে। আমাদের মতো গরীবের সংসারে এইটাই তো অনেক কিছু। তারপরও গ্রামে সবাই বাবার খুব প্রশংসা করে যে, গনি মিয়া তার ছেলে মেয়েদের পড়িয়েছে। এজন্য বাবাকেও কম কষ্ট করতে হয়নি। এমনকি পড়াশোনা আর চাকুরীর টাকা জোগাড় করার জন্য দুটো ধানী জমির একটা মেম্বার সাহেবের কাছে বন্ধক পর্যন্ত দিতে হয়েছে। এভাবেই কেটে যাচ্ছিলো দিন।
বোনের বিবাহের চিন্তা আমার আব্বাকে ভালো মতোই জেকে ধরলো। একদিন আমাকে ডেকে বললো, ভালো একটা জায়গায় মেয়েটাকে বিয়ে দিতে পারলে শান্তিতে মরতে পারতাম। এর মধ্যেই মেম্বার সাব একদিন ডেকে বললো যে তার ছেলে জলিলের জন্য রানুকে তার পছন্দ হয়েছে। বিবাহ হলো। কাবিন হলো বারহাজার টাকা (মেম্বার সাব যা বলে কাজী তাই করে)। বন্ধকী জমিটা লিখে দিতে হলো জলিলকে। আর একটা মোটরসাইকেল দিতে হলো। কি করা বড় জায়গায় বিয়ে দিতে হলে এটুকু কষ্টতো করতেই হবে। আমরাও করলাম। ছেলে আমাদের ক্ষমতাবান, হয়তো বিয়ে না দিতে চাইলে জোরকরে তুলে নিয়ে যেত। রানুও খুশিতে চলে গেলো, নতুন সংসারে। জলিল ক্লাস ফাইভের পর আর পড়তে পারে নাই। বাপের টাকার গরমে কি আর পড়া যায়? আর আমাদের রানু? না সেও ভালো আছে
আর রানুর অবস্থা? রানুর সামনে দিয়ে আজ রানুর তিনমাসের প্রাক্তন স্বামী জলিল, রানুর বাবার দেয়া মটরসাইকেলে করে এলাকায় ভোট চেয়ে বেড়ায়, আর মাঝে মাঝেই পিছনে বসা থাকে জামিলা...................তিনটি মাত্র মাস...............বার হাজার টাকা কাবিনের টাকা মুখের উপর ছুড়ে তালাক দিয়ে সবাই কে জীবিত অবস্থায় মেরে ফেলেছে..............
হয়তো, একদিন সে হবে জনদরদী নেতা, তার মতো ভালো মানুষ আর এলাকায় হবে না।
আচ্ছা, এরা তো পুরুষ না নপুংশক, এদের কি সত্যিকারে নপুংশক করে দেয়া যায়না........
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




