চরমপন্থীদের কার্যকলাপ আমাদের দেশের দক্ষিণ পশ্চিমান্চলের একসময় খুবই সাধারণ ঘটনা ছিলো। তারা যে কারণেই চরমপন্থী হোক না কেন তাদের কাজ ছিলো নির্মম। এখানে তাদের কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব।
দাদা তপন ছিলো এখানেরই কোনো এক জায়গার নামকরা চরমপন্থী নেতা। তার দাপটের একটি গল্প বলি.............
দক্ষিণ পশ্চিমান্চলেরই কোনো এক যায়গায়, বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছিলো এক ব্যক্তি। কিন্তু তাকে বলা হলো, যে নতুন বউ এনেছ, দাওয়াত দিলানা........... আমরা এখন দাওয়াত খাব। আমাদের দাওয়াত হলো, তিনদিন তুমি গ্রামের বাইরে পাশের গ্রামে আমাদের দেখিয়ে দেয়া বাসায় থাকবা, আর তিনদিন আমার এক ছেলে তোমার বাসায় থাকবে............................
আবার আরেক ব্যক্তি দাওয়াত দিয়েও রক্ষা পায়নাই। তাকে বলা হয়েছিলো, যে এত সুন্দরী বউ বিয়ে করছ কেমনে........... তোমাকে তো কাফফারা না দিয়ে সংসার করতে দিবনা............ যাও পাশের গ্রামে আমাদের দেখিয়ে দেয়া বাসায় চলে যাও.......... না বলা পর্যন্ত বের হবা না......................
আরো অনেক কাহিনী আছে, যা শুনলে গা শিউড়ে ওঠে। মনে হয়না যে এদেশে একসময় মানুষ এসব দেখেছে। অবশ্য এখন সেইসব দিন আর নাই, যেমন, দাদা তপন আইন শৃন্খলা বাহিনীর হাতে মারা গিয়েছে। আরো কাহিনী..............
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




