কিছু কিছু স্লোগান আছে যা যেন নাড়া দিয়ে যায় নিজেকে প্রবলভাবে। নিজেকে অসহায় মনে হয়। নিজের উপর ঘৃণা হয়। আজকে হটাৎ একটি প্লেকার্ডে লেখা এমন একটি স্লোগান দেখে নিজের অজান্তেই কেঁপে উঠলাম। মাঝে মাঝে ভাবি আসলেই এ কী সমাজে আছি আমরা? উপমহাদেশের এ কোন সংস্কৃতিতে আমরা বসবাস করছি? আজ পত্রিকা পড়তে গিয়ে হটাৎ চোখে পড়লো ইন্ডিয়ার এক মেয়ের হাতে ধরা একটি প্লেকার্ড, চোখ গেলো প্লেকর্ডে লেখা স্লোগানটার দিকে।
যেখানে লেখা....
" I Live in a SOCIETY where a Girl is neither safe inside the WOMB nor OUTSIDE It"
আমরা এ কোন সমাজে বাস করছি যেখানে একটি মেয়ে কে বলতে হয় যে, আমরা মাতৃগর্ভে ও নিরাপদ নই, মাতৃগর্ভের বাইরেও নই। এটা শুধু ইন্ডিয়ার কথা নয়, আমাদের সমাজও এর বাইরে নয়। একটা সমাজের জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। একটি মেয়ে যখন তার হাতে এ লেখাটা নিয়ে দাড়িয়ে থাকে, তখন মনে হয় মাটিতে মিশে যাই।
সমাজটা নারীকে শুধু পন্যে পরিণত করছে, তার সম্মান, তার মর্যাদা এসব কিছুই নিশ্চিত করতে পারছেনা। জামা, কাপড়, ধর্ম ইত্যাদিতেই আটকে আছে এই উপমহাদেশ। আসলেই জনসচেতনতা বাড়ানো উচিৎ। আর সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে, তা সেটা ধর্মের মাধ্যমেই হোক আর অন্যকোন মাধ্যমেই হোক। এসিড সন্ত্রাস, যৌতুক, নারীশিশু ঘৃণা, নারী ভ্রুণ হত্যা, ধর্ষণ সবই কিন্তু মেয়েদের প্রতি আমাদের সমাজের অবহেলার চিত্রই ফুটিয়ে তোলে................. এসব নিয়ে কে দোষী, কে দোষীনা এসব নিয়ে আর সময় ক্ষেপণ করা উচিৎ হবেনা। একতাবদ্ধ হয়ে আমাদের সবাইকে নারী অধিকার, নারীর মর্যাদা নিয়ে সচেতন হতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




