মা দিবসটাই যত ভেজাল লাগালো। একটা ট্রেনিং এ ব্যাস্ত ছিলাম, তাই ভাবলাম সবকাজ শেষ করে মা কে একটা ফোন দিব। তাই ফোন দিতে দিতে বিকাল তিনটা বেজে গেলো। ভাবলাম মা কে ফোন দিয়ে মা দিবসের উইস করে একটা সারপ্রাইজ দিব। কিন্তু কথায় আছে না, মানুষ ভাবে এক আর হয় আরেক। আমার ও সেই অবস্থা।
ফোন দেবার সাথে সাথে মা আমাকে কিছু বলার চান্স না দিয়ে বলতে লাগলো, 'আমার ছেলেটা দুই নাম্বার হয়ে গেছে। আজকে মা দিবস সেই খেয়াল কি আছে? একটা ফোন দিয়ে উইশ তো করতে পারতি? এতক্ষণ পরে আসছিস খবর নিতে।'
বললাম, 'মা আমি তো ট্রেনিং এ ব্যস্ত ছিলাম।'
মার উত্তর, ' ও তুই তো মহা ব্যস্ত! তোর বোন তো ডাক্তারির মাঝেই ফোন করছে। ফোন না করতি, মেসেজ তো পাঠেতে পারতি। আমারে কি ভাবছিস যে মেসেজ পরতে পারব না। আজকে তোর সাথে আর কথা নাই। মা দিবসে কি দিবি ফাইনাল করে জানা। শাড়ি দিলেই ভালো হয়। যেদিন আসবি, একটা শাড়ি নিয়া আসবি, মা দিবস উপলক্ষে। আজকে রাখলাম, ব্যস্ত আছি।'
কী আর কমু। কারে কি সারপ্রাইজ দিমু, নিজেই সারপ্রাইজ হইয়া, মা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফোনটা রাখলাম।
মা দিবসে খাড়ার উপর ধরা খামু ভাবি নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




